কক্সবাজারে পুলিশের সক্ষমতা বাড়াতে সদর মডেল,রামু ও ডিবি শাখায় ৩টি নতুন গাড়ি হস্তান্তর

বিশেষ প্রতিবেদক •  কক্সবাজার জেলায় মাঠ পর্যায়ে অপরাধ দমনে এবং জেলা পুলিশের কাজের সক্ষমতা বাড়াতে সদর মডেল, রামু ও ডিবি শাখায় ৩টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।

২৫ নভেম্বর সোমবার সকালে পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,বিপিএম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ আবুল ফয়েজ।

প্রধান অতিথি কল্যাণ সভায় জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য অফিসার ও ফোর্সদের নানাবিধ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে প্রধান অতিথি কক্সবাজার সদর মডেল, রামু ও জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর জন্য বরাদ্দকৃত তিনটি গাড়ির চাবি অফিসার ইনচার্জদের কাছে হস্তান্তর করেন।

এসময় বিশেষে কল্যাণ সভার সভাপতি জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন প্রধান অতিথি চট্টগ্রাম রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ আবুল ফয়েজ অনুষ্ঠানে উপস্থিত থাকায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিশেষে কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার(মহেশখালী সার্কেল), সহকারী পুলিশ সুপার(ডিএসবি), সহকারী পুলিশ সুপার(ট্রাফিক বিভাগ), সকল থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

বিশেষ কল্যাণ সভার সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর)রেজওয়ান আহমেদ।