টেকনাফে র‍্যাবের হাতে মাদক পাচারকারী মোক্তার আটক!

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল ◑

র‌্যাব-১৫ সদস্যরা প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মোক্তার নামে এক মাদক পাচারকারীকে আটক করছে।

তথ্য সূত্রে জানা যায়, ২৬ নভেম্বর সকাল সোয়া ৭টায় র‌্যাব-১৫ টেকনাফ শাখার কর্তব্যরত ইনচার্জ লেঃ মির্জা শাহেদ মাহতাব এর নেতৃত্বে একটি চৌকষ দল গোপন সংবাদের তথ্য অনুযায়ী টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী র‌্যাব ক্যাম্পের সামনে প্রধান সড়কে একটি চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহি একটি গাড়ী তল্লাশী করে বাহারছড়া এলাকার মৃত আলী আহমদের পুত্র মাদক ব্যবসায়ী মোক্তার আহমদ (২৮) কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে ৯শত ৫০পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ, ৭৫ হাজার টাকা বলে জানায় র‍্যাবব।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ মিডিয়া (সহকারী) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোঃ শেখ সাদী। তিনি জানান, আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।