টেকনাফে গাঁজা সহ নারী আটক

টেকনাফ প্রতিনিধি : টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজা সহ রাজুনি নামের এক নারীকে আটক করেছে স্থানীয় জনপ্রতিনিধি। যাকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার বাহাদুর এবং  টেকনাফ মডেল থানার পুলিশ এস,আই সাব্বির সহ যৌথ উদ্যাগে কে, কে পাডায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজুনি হাতে থাকা পুটলি সহ পালাতে চাইলে পুলিশ ও এলাকাবাসী পূটলিসহ হাতেনাতে ধরে উক্ত পুটলি খুলে দেড় কেজি গাজাঁসহ পুলিশের হাতে সোর্পদ করেন। কাউন্সিলর বাহাদুর বলেন, প্রতিনিয়ত তার এলাকায় চলমান থাকবে অভিযান।