টেকনাফে মহান বিজয় দিবস পালনে প্রস্ততি মূলক সভা অনুষ্টিত


নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ◑
টেকনাফে মহান বিজয় দিবস-১৯ ঝাক জমক ভাবে পালন করার জন্য প্রস্ততি মূলক এক সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ২ টার দিকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা: আবুল মনসুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শির্ক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন প্রমুখ।

উক্ত সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যথাযোগ্য মযাদায় জমকালো ভাবে মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।