অপকর্মের মুলহোতা ‘পেরেতা মনজুর’ ফের পুলিশের জালে আটক

সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজার শহরের নানা অপকর্মের হোতা পেরেতা মনজুরকে আটক করেছে পুলিশ।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৫ টার দিকে শহরের লালদীঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ঈদগাঁও ইসলামাবাদ বোয়ালখালী এলাকার এবং বর্তমানে শহরের পানবাজার রোডের সুলতান আহমদের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, চেকের মামলায় ওয়ারেন্ট থাকায় মনজুর আলমকে আটক করা হয়েছে। ওই মামলা নং-১১৩৭/১৯ইং। বর্তমানে মনজুর অালম থানার হেফাজতে রয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, ওই মনজুর আলমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই পেরেতা মনজুর বিভিন্ন কৌশলে ৮ টি বিয়ে করেছেন। বর্তমানে তার ৪ টি স্ত্রী রয়েছে। ওই স্ত্রীর মধ্যে থেকে যেকোন একজনকে বাদী করে দীর্ঘদিন সাধারন মানুষকে মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এমনকি হোটেলে অপকর্ম করতে গিয়ে বেশ কয়েকবার পতিতাসহ পুলিশের হাতে আটকও হয়েছিল।