উখিয়ায় জঙ্গলে ভ্রাম্যমান আদালত: পাহাড় কেটে উত্তোলিত ৬০ হাজার ঘনফুট বালু জব্দ

বিশেষ প্রতিবেদক ◑

উখিয়ায় গভীর পাহাড়ী জঙ্গলে হানা দিয়ে ৬০ হাজার ঘনফুট বালি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালি গুলো বেআইনি ভাবে মেশিন দিয়ে পাহাড় কেটে বিক্রির জন্য মজুদ করছিল পাচারকারীরা। বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এগুলো জব্দ করে স্হানীয়দের জিম্মায় দেয়া বলে জানা গেছে।

উখিয়ার সহকারি কমিশনার (ভূমি) মো: আমিনুল এহছান খান জানান, স্থানীয় অভিযোগকারীদের তথ্যমতে দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত হরিণমারা এলাকার বিভিন্ন জঙ্গলে অভিযান চালিয়ে অবৈধ বালি গুলো জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে বালি উত্তোলনের বেশ কয়েকটি স্পট পরিলক্ষিত হলেও ইজারাদার ওইসব মজুদকৃত বালু তাদের নয় বলে দাবী করেন। তবে প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, অবৈধভাবে বালি উত্তোলন করার দায়ে জাহাঙ্গীর, বদি আলম ও রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা ব্যবস্হা নেয়া হবে। ।

তিনি বলেন,উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় সরকারিভাবে দুটি বালি মহাল ইজারা দেওয়া হয়েছে। ওই দুটি বালি মহাল ইজারা গ্রহণ করেন আনিসুল ইসলাম ও শাহনেওয়াজ চৌধুরী। তাদের বালি মহালের সাইনবোর্ডের ব্যানারে পাহাড় কেটে নির্বিচারে বালি উত্তোলন করা হচ্ছে নিয়মিত। অথচ জব্দ কৃত বিপুল পরিমাণের বালি ঐসব অভিযুক্তদেরই জিম্মায় দেওয়া হলো বলে এলাকাবাসীর অভিযোগ।

গ্রামবাসীরা বলছেন, তাদের টোকেন নিয়ে অবৈধভাবে ভারী যানবাহন চলাচলের ফলে গ্রামীণ সড়ক ভেঙ্গে ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। অস্তিত্বহীন এ সড়কটি ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে গ্রামবাসী অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অভিযোগ করেছে, প্রশাসনের বিভিন্ন দপ্তরে।