কক্সবাজার জার্নাল ডটকম ◑
কক্সবাজারের রামু থেকে মো. জামাল (৩৮) নামের কথিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামু হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রামু ক্রসিং হাইওয়ে থানাধীন রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার দেহ তল্লাশি করে ৫ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-