২টি ফিশিং বোট জব্দ

বাংলাদেশের জলসীমা অতিক্রম: মিয়ানমারের ১৬ জেলে আটক

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল ◑


গভীর বঙ্গোপসাগর প্রবালদ্বীপ সেন্টমার্টিনের অদুরে বাংলাদেশের জলসীমায় অতিক্রম করে অবৈধ ভাবে মাছ শিকার করা অবস্থায় দুটি ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

তথ্য সূত্রে জানা যায়, ২৯ নভেম্বর শুক্রবার সকালে সেন্টমাটিনের অদুরে ৫৬ নটিক্যাল গভীর বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করার দায়ে ২টি ফিশিং ট্রলারে থাকা মাঝি-মাল্লাসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

এসময় ২টি ট্রলারও জব্দ করা হয়। আটক জেলেরা হচ্ছে, মিয়ানমার বিভিন্ন এলাকার। ফজল আহমেদের পুত্র মোঃ কাশেম (৩৫), আবদুল হাইয়ের পুত্র নুর হাসিম (১৯), ফিরোজ হোসেনের পুত্র মোঃ জলিল (২২), আবু ফজলের পুত্র আবু শহীদ (১৯), আবদু রহিমের পুত্র নবী হোসেন (২০), আহমদ হোসেনের পুত্র হাবিবুর রহমান (৪১), মো.ইউসুফের পুত্র মোঃ হোসেন (২০), মোঃ তৈয়বের পুত্র মোঃ রবি (২০) ও আবুল কাশেমের পুত্র মোঃ রফিক (২৫)। মোঃ নাসিরের পুত্র রফিক মাঝি (৩০), আবদু সালামের পুত্র মোঃ ধলা (১৭), আবুল কাশেমের পুত্র মোঃ শাকের (২৭), মুহাম্মদ ইসার পুত্র ইসা আলম (২০), আহমদ হাবেদ (১৩) ও নাসিরের পুত্র কছির (২০)।

সেন্টমাটিনে দায়িত্বরত স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম জানান, বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ২টি ফিশিং ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।

এব্যাপারে টেকনাফ থানার(ওসি-অপারেশন) রকিবুল হাসান খান জানান, কোস্টগার্ডদের অভিযানে মিয়ানমারের ১৬ জেলে আটক হয়েছে শুনেছি। আটক জেলেদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করার রয়েছে। কোস্টগার্ড ও উর্ধ্বতনদের নির্দেশনা মতো পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।