আইসিআরসি’র উদ্যোগে সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

পলাশ বড়ুয়া ◑

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে কর্মরত সাংবাদিকদের নিয়ে ২ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস- বাংলাদেশের উদ্যোগে এ প্রশিক্ষণে ২৬জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

২৯ ও ৩০ ডিসেম্বর টেকনাফের সেন্ট্রাল রিসোর্ট হল রুমে প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সাংবাদিকদেরও হাতে কলমে জ্ঞান দেওয়ায় প্রশিক্ষণের মূল উদ্দেশ্যে বলে জানিয়েছেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আইসিআরসি’র ফাস্ট এইড ডেলিগেইট সেবেস্টাইন । কোর্স কো-অর্ডিনেটর ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক (ফাস্ট এইড) সুপ্রিয়া সাহা, মাষ্টার ট্রেইনার মো: মুমিনুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইসিআরসি’র কমিউনিকেশন অফিসার মো: জামশেদুল করিম।