চট্টগ্রাম ◑ নগরীর হাজারী গলি ও টেরিবাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টায় ঘাটফরহাদবেগ থেকে মো. এজাজ (৩০) ও শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় ডালিম নাথকে (৩০) কোতোয়ালীর আলবেরী বেকারির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ টেরিবাজার এলাকার ঘাটফরহাদবেগ থেকে এজাজকে গ্রেপ্তার করা হয়। এর আগে, শুক্রবারে হাজারী গলির মুখে আলবেরী বেকারির সামনে থেকে ডালিমকে গ্রেপ্তার করা হয়। আসামিরা আর কে মার্কেটের ডালিম কারিগরের দোকানে এতদিন স্বর্ণের ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-