ডেস্ক রিপোর্ট ◑ জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল আজ সোমবার। তবে কেন্দ্রে প্রশ্নের ‘ভুল প্যাকেট খুলে ফেলায়’ পিছিয়ে গেছে এ পরীক্ষাটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফয়জুল করিম বলেন, ‘অনার্স দ্বিতীয় বর্ষের হিসাববিজ্ঞান বিভাগে সোমবারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি কবে নেয়া হবে তা পরে জানানো হবে। তবে অন্য সব পরীক্ষার পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলেন, ‘শনিবার একটি কেন্দ্রে অন্য প্রশ্নের সঙ্গে ভুল করে সোমবারের হিসাববিজ্ঞান পরীক্ষার প্যাকেট খুলে ফেলা হয়। এ কারণে প্রশ্ন ফাঁসরোধে পরিবর্তন করতে হয়েছে পরীক্ষাটির তারিখ।’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগের একজন কর্মকর্তা জানান, সোমবারের পরীক্ষার প্রশ্নের প্যাকেটটি ব্যাংক থেকে ভুল করে কেন্দ্রে নেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-