মাদক ব্যবসায়ী জয়নাল আটক

মুরগীর ঘরে মিলল ৯০ লাখ টাকার ইয়াবা

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে বিজিবি সদস্যদের অভিযানে আবারও ৩০ হাজার ইয়াবাসহ জয়নাল নামে এক মাদক কারবারী আটক।

ধৃত মাদক ব্যবসায়ী হচ্ছে হোয়াইক্ষ্যং ইউনিয়ন আমতলী এলাকার মৃত মাসুদের পুত্র মোঃ জয়নাল (৩৫)।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান বলেন, ১লা ডিসেম্বর রবিবার বিকাল ৪টার দিকে টেকনাফ হোয়াইক্ষ্যং আমতলী এলাকায় বসবাসরত মৃত মাসুদের পুত্র মাদক কারবারে জড়িত মোঃ জয়নাল বসতবাড়িতে ইয়াবা লুকানো রয়েছে। এই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ২বিজিবি একটি বিশেষ টহল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে মুরগীর ঘরে একটি পলিথিনের স্তুপে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এই ইয়াবা গুলোর মুল্য ৯০ লক্ষ টাকা হবে বলে জানায় বিজিবি। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।