হ্নীলা সিএনজি পরিবহন বহুমুখি সমবায় সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক ◑

টেকনাফের হ্নীলা সিএনজি পরিবহণ বহুমূখি সমবায় সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের সমবায় কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) আবু মকছুদ।

এসময় শপথ নেন নব-নির্বাচিত কমিটির সভাপতি দিল মোহাম্মদ, সাধারন সম্পাদক নুর হোসাইন, সহ-সভাপতি বদি আলম, সদস্য কবির আহমেদ, মোহাম্মদ ইউনূছ ও নুরুল বশর।

এছাড়াও সমবায় অফিসের কর্মকর্তা আবুল কালাম, সমিতির সিনিয়র সদস্য রশিদ আহমদ, আবুল হোসেন, সদস্য মোহাম্মদ হোসেনসহ অন্যান্যর উপস্থিত ছিলেন।