বাইপাস সড়কে শ্যামলী বাসের চাপায় ইউপি সদস্যের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ◑ পটিয়া বাইপাস সড়কে শ্যামলী বাস কর্তৃক  এক মোটর সাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলেই এক ইউপি সদস্যের মৃত্যু হয়।

তার নাম আবদুল কাদের প্রকাশ কায়সার।   তিনি পটিয়ার পূর্ব কালিয়াইশ গ্রামের  মৃত মোজাম্মেল হকের পুত্র ও   শোভনদন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি  সদস্য।

জানা যায়,  ১ ডিসেম্বর (রবিবার)  বিকাল  ৪ টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে  চট্টগ্রাম  শহরের দিকে যাওয়ার সময় পটিয়া বাইপাসের  বৈলতলী সড়ক ক্রস করার সময় কক্সবাজারগামী শ্যামলী বাস  তার মোটর সাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলেই তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় এবং তার মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাড়ীর ওসি বিমল চন্দ্র  ভৌমিক জানান ঘাতক শ্যামলী বাস নং ঢাকা মেট্রো ব ১৫ – ৩৩৯৫ আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।