চট্টগ্রামে ইয়াবা নিয়ে টেকনাফের ৩ মাদক পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট ◑ চট্টগ্রাম বাঁশখালী থানার বিশেষ অভিযানে আজ ০১ ডিসেম্বর ২০১৯ রবিরার বিকাল ৫ ৩০ মিনিটের সময় বাঁশখালীর পোটখালী ব্রিজ থেকে দুইজন মহিলাসহ ৩ জনকে আটক করেছে বাঁশখালী থানার একদল চৌকস পুলিশ।

আটককৃতরা হলেন টেকনাফ থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার সানজিদা, একই থানাধীন কচু বণিয়া দক্ষিণ নয়াপাড়ার আম্বিয়া খাতুন, এবং একই থানাধীন রঙ্গীখালী স্কুল পাড়ার জামাল হোসেন। এই অভিযানটি বাঁশখালী থানার এস আই দীপকের নেতৃত্বে বাঁশখালী থানা একদল পুলিশ এদেরকে আটক করে থানায় নিয়ে আসে এস আই দীপক সিংহ জানাই বিকাল আনুমানিক চারটা থেকে চেক পোস্ট বসিয়ে তাদেরকে আটক করে নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে আটশ পিচ ইয়াবা সহ তাদেরকেে আটক করা হয়।

উক্ত ইয়াবা গুলোর আনুমানিক মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানান তিনি।

এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটশ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।