কক্সবাজারের ইয়াবা ডন কাশেম চট্টগ্রামে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট • খুন, ডাকাতিসহ অসংখ্য মামলার আসামি ও ইয়াবা ডন হিসাবে পরিচিত আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই চট্টগ্রাম মেট্রোর একটি বিশেষ টিম রোববার রাতে কক্সবাজারের রামু ঈদগড় থেকে তাকে পাকড়াও করে।

আবুল কাশেম ওরফে শাহিনের (৩০) বাড়ি রামুর ঈদগড় কাটা জঙ্গল গ্রামে। তার বিরুদ্ধে বড় বড় ইয়াবা চালানের বেশ কয়েকটি মামলা রয়েছে চট্টগ্রামে। পিবিআই জানায়, ২০১৩ সালে বাসের হেলপার থেকে ডাকাতি পরে ইয়াবা ব্যবসা করে কাশেম এখন কোটিপতি।