মেরিন ড্রাইভে ইয়াবাসহ আটক ৩

জাহাঙ্গীর আলম (ইনানী) উখিয়া ◑

মেরিন ড্রাইভ রেজুখাল বিজিবির চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা কক্সবাজার গামী সন্দেহভাজন একটি সিএনজিকে তল্লাশি করে ৯৫০ পিছ ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা হলেন টেকনাফ হোয়াইক্যং নয়াবাজার এলাকার আনোয়ার হোসেন(১৯), একই এলাকার আব্দুল গফফার ২০) ও ফরিদপুর কমলাপুরের মোঃ সোহান ইসলাম (২০)

রেজুখাল বিজিবির নায়েক মোঃ মোশারফ করিম জানান, ১লা ডিসেম্বর সন্ধা সাড়ে ৭ টার দিকে নিয়মিত তল্লাশি মাধ্যমে একটি সিএনজির যাত্রী কে তল্লাশি করা হলে ইয়াবাসহ তিনজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ৯৫০ পিছ ইয়াবা সিজার মুল্য ২,৮৫,০০০ টাকাও তাদের ব্যবহৃত চারটি মোবাইল নগদ ৩৫০০ টাকা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ আটক আসামীদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে রেজুখাল বিজিবির ইনচার্জ জানান।