মেরিন ড্রাইভে ইয়াবাসহ টেকনাফের রুবেল আটক

জাহাঙ্গীর আলম (ইনানী) উখিয়া ◑

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে আরআইবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারগামী একটি সিএনজিকে তল্লাশি করে যাত্রী ব্যগে লুকানো অবস্থায় ৪০১০ পিছ ইয়াবা উদ্ধার করে বিজিবির সদস্যরা।

আটককৃত ইয়াবা পাচারকারী যুবক টেকনাফ উলুছামারীর নুর মোহাম্মদ এর ছেলে মোঃ রুবেল (১৯)।

আরআইবি অফিসার আকরাম হোসেন জানান ২ডিসেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে সিএনজিতে থাকা এক যাত্রীর ব্যগ তল্লাশি করা হলে ইয়াবাসহ রুবেল নামের এক যুবককে আটক করতে সক্ষম হয়। এই সময় তার কাছ থেকে ৪০১০ পিছ ইয়াবা উদ্ধাফ করা হয়। যার মুল্য ১২,০৩০০০/- টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ১০ হাজার টাকা ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয়।

আটক আসামীকে ইয়াবা সহ রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান রেজুখাল বিজিবির ইনচার্জ।