মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ◑
কক্সবাজারের মেয়ে নুর বাহার খানম প্রিয়া ১৩ তম এসএ গেমসে (সাউথ এশিয়ান গেমস) উশু ডিসিপ্লিন-এ ব্রোঞ্জ জিতেছেন। নেপালে অনুষ্ঠানরত ১৩তম এসএ গেমসে মঙ্গলবার ৩ নভেম্বর এই পদক জেতেন নুর বাহার খানম প্রিয়া। বিষয়টি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা থেকে এসএ গেমসে অংশগ্রহণ করে উশু ডিসিপ্লিন-এ ব্রোঞ্জ পদক অর্জন করা নুর বাহার বেগম প্রিয়া কক্সবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাজামঞ্জিল এলাকার বাসিন্দা মোহাম্মদ হামিদ হোসেনের কন্যা। নুর বাহার খানম প্রিয়া টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-