টেকনাফে শ্বশুড় বাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল ◑

টেকনাফের হ্নীলায় শ্বশুড় বাড়িতে মেয়ে জামাইকে প্রকাশ্য দিবালোকে কূপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করেছে।

জানা যায়, ৫ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে টেকনাফের হ্নীলা আলী আকবর পাড়ায় শ্বাশুড় বাড়িতে বসবাসরত রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার সোলতান আহমদের পুত্র আনোয়ারুল ইসলাম (২২) কে মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়।

এই ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) এ.বি.এম.এস দোহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে। নিহতের শরীরের ছুরিকাঘাত এবং জখমের চিহ্ন রয়েছে। নিহত আনোয়ারের সংসারে ১ বছরের ১জন শিশু সন্তান রয়েছে। নিহত আনোয়ারের ভাই রশিদ উল্লাহ বলেন,আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকান্ডের সুবিচার কামনা করছি।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) এ.বি.এম.এস দোহা জানান,খবর পেয়ে ঘটনাস্থলে নিহত আনোয়ারের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

পাশাপাশি এই ঘটনার সাথে জড়িত অপরাধীদেরকে আইনের আওয়তাই নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।