কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ২৪

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৪ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর সকাল ৮টা হতে ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন —

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-৯৭(১১)১৯ ইং ধারাঃ- ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১। মৌলভী আবুল ফরিদ, পিতা- মৃত মৌলভী ফরিদ, পিতা- মৃত মৌলভী নেজাম আলী, সাং- জাগির পাড়া, ঈদগাঁও,
থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৩(১২)১৯ ইং ধারাঃ- ৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২। মোঃ রিদুয়ান, পিতা- আবুল কাছিম, সাং- নতুন মহাল, চৌফলদন্ডি, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৫(১২)১৯ ইং ধারাঃ- ৩৭৯ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৩। মোঃ সোহাগ, পিতা- সালাউদ্দিন, সাং- বিজিবি ক্যাম্প সংলগ্ন টি অটি রোড, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার জিডি নং-৩০৭, তাং- ০৫/১২/১৯ ইং, ধারাঃ ফৌঃ কাঃ বিঃ ১৫১ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

৪। মোঃ ইসমাইল সিকদার, পিতা- আবুল হোসেন সিকদার, সাং- ঝাউতলা প্রধান সড়ক, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৮(১২)১৯ ইং ধারাঃ- – ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৫। মোঃ রহমান, পিতা- মতৃ গুরা মিয়া, সাং- বাদশা ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।

৬। আরাফা আক্তার, পিতা- মৃত আমির হোসেন, সাং- বালুখালী, ক্যাম্প পাড়া, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

৭। মোহাম্মদ আলী, পিতা- মৃত আবুল খায়ের, সাং- বাদশা ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।

৮। মোঃ আব্দুর রহিম, পিতা-মৃত রাজু আহমদ, সাং- বাদশা ঘোনা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৭৪, তাং- ০৫/১২/১৯ ইং, ধারাঃ পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী।

৯। মোঃ ফরিদুল আলম, পিতা- মৃত লাল মিয়া, সাং- লাহার পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ২০(১২)১৯ ইং ধারাঃ- ৪৪৭/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১০। মেহেদী হাসান, পিতা- সাইফুল হক, সাং- জুলফা বেবীর পাড়া, দক্ষিণ ধুরুং ইউপি, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ১৯(১২)১৯ ইং ধারাঃ- আমর্স এ্যাক্ট ১৯অ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১১। মোঃ রশিদ, পিতা- মৃত হাজী আলী আহমদ, সাং- খুটাখালী, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার।

১২। মোঃ সেলিম, পিতা- হাজী সোনা আলী, সাং- নতুন অফিস জুমনগর, নাপিতখালী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১৭(১২)১৯ ইং ধারাঃ- – ২০১৮ সনের মাদক দ্রঃ নিঃ আইনের ৩৬(১) এর ১০(ক) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১৩। মঞ্জুর আলম, পিতা- ইসলাম মিয়া, সাং- পশ্চিম সোনাইছড়ি, জালিয়া পালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

১৪। মোঃ খোকন মিয়া, পিতা- আব্দুল মোতালেব, সাং- কল্পনা, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ।

১৫। আনোয়ার হোসেন, পিতা- সৈয়দ মিয়া, সাং- পশ্চিম সোনাইছড়ি, জালিয়াপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার ননএফআইআর নং-৪৭৩, তাং- ০৫/১২/১৯ ইং, ধারাঃ পুলিশ আইনের ৩৪(৬) সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

১৬। রুবেল দে, পিতা-বাবুল দে, সাং-শংকর মাঠ, ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।

১৭। শিমুর কুমার দে, পিতা-অরুন চন্দ্র দে, সাং-ঘোনার পাড়া, ০৮ নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার ।

১৮। আনোয়ার হোসেন টিপু, পিতা-মৃত সৈয়দুর রহমান, মাতা-নুর জাহান, সাং-পেশকার পাড়া, ০৪নং ওয়ার্ড
থানা ও জেলা-কক্সবাজার ।

১৯। মোঃ জুনাইদ প্রঃ মুবিন, পিতা-মনির আহমদ, সাং-মৌলভী পাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।

২০। মোঃ জাহিদুল ইসলাম প্রঃ শুভ (২২)পিতা-মৃত ইদ্রিস মেম্বার, সাং-মৌলভী পাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
কক্সবাজার সদর মডেল থানার মামলা নং- ২২(১২)১৯ ইং ধারাঃ৩৪২/৩২৩/৩২৫/৩৭৯/৩৪ দঃ বিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

২১। মোঃ বাবুল, পিতা- মৃত ইয়াকুব, সাং লাল দিঘীর উত্তর পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। দেলোয়ার হোসেন প্রঃ সাঈদী, পিতা- মঞ্জুর আলম, সাং- পি এম খালী, ছনখোলা, পশ্চিম পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। ছালামত উল্লাহ, পিতা- কবির আহমদ প্রঃ কালু, সাং- পশ্চিম পাড়া, ছনখোলা, থানা ও জেলা- কক্সবাজার।

৩। দিলদার মিয়া, পিতা- আলী আহাম্মদ, সাং- ছনখোলা মালিপাড়া পিএমখালী, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।