হলদিয়ায় খালের ব্রিজ ভেঙ্গে আহত ১০

এম.কলিম উল্লাহ, উখিয়া ◑

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাগলীর বিল দুই নম্বর ওয়ার্ডের পাগলিরছড়া খালের ব্রিজ ভেঙ্গে ১০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৩ টায় পাগলীর বিল ছায়াখোলা নিবাসী মরহুম মীর আহমদ এর নামাজে জানাজা শেষে ফেরার পথে আগত মুসল্লিদের চলাচলে জরাজীর্ণ তক্তার ব্রিজটি আকস্মিক ভেঙ্গে শতাধিক মুসল্লিসহ খালে পড়ে যায় এতে ১০ জন আহত হয়।

আহতরা হলো মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২), মোঃ ইমরান (১৭), মোঃ হেলাল উদ্দিন (২০), পল্লী চিকিৎসক ডাক্তার শফিউল আলম (৪৫), মোহাম্মদ সোহেল (২২) মোহাম্মদ ইসলাম (৩৫), তাজবীদুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জুবায়ের (১০) সহ আরো অনেকে। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও মোহাম্মদ ইসলাম (৩৫) তাহার মাদ্রাসা পড়ুয়া ছেলে মোঃ জুবায়ের (১০) গুরুতর আহত হলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হলদিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মরহুম মীর আহমদ এর নামাজে জানাজা শেষে ফেরার পথে মুসল্লিসহ জরাজীর্ণ ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে অনেক মুসল্লি আহত হয় তার মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম কে ঘটনা অবহিত করেছি।