জেলেদের জালে ধরা পড়ল ২০ মণের ‘টাইগার হাঙর’

চট্টগ্রাম (বাঁশখালী) প্রতিনিধি ◑

চট্টগ্রামের বাঁশখালীতে জেলের জালে বিরল প্রজাতির মাছ ধরা পড়েছে। মাছটির আনুমানিক ওজন ২০ মণ।

বৃহস্পতিবার রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাংলাবাজার ফিশারি ঘাটের রিদুয়ান মাঝি নামের জেলের জালে মাছটি আটকা পড়েছে। রিদুয়ান উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় জেলেরা জানায়, বিরল প্রজাতির মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এটিকে একনজর দেখতে ভিড় জমায় কয়েকশ উৎসুক জনতা। তবে কেউ এ মাছটির বৈজ্ঞানিক নাম বলতে পারেনি।

জেলে রিদুয়ান মাঝি বলেন, আমার জাল নিয়মিত বঙ্গোপসাগরে ফেলা হয়। প্রতিদিনের মতো যথা সময়ে জেলেরা জাল টানতে গিয়ে দেখা মেলে বিরাট আকারের বিরল প্রজাতির মাছটি। হঠাৎ জালে মাছটি দেখে আমি অবাক হয়ে যাই। মৃত অবস্থায় মাছটি উদ্ধার করা হয়।

জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবর রহমান বলেন, মাছটি হাঙর প্রজাতির ‘টাইগার হাঙর’ নামে পরিচিত। বিশেষ করে এ প্রজাতির মাছ আমাদের এ দিকে খুব কমই পাওয়া যায়।