১কোটি ৩২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল ◑
টেকনাফ ২ বিজিবি সদস্যরা নাফনদী সীমান্ত এলাকা থেকে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক পাচারে জড়িত এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। ধৃত যুবক হচ্ছে, হ্নীলা ইউনিয়ন জাদীমোরা ২৭-নং রোহিঙ্গা ক্যাম্পে সি-ব্লকের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে মোঃ হাফেজ আহমদ(২৫)।

তথ্য সূত্রে জানা যায়, বিজিবি গোপন সংবাদে জানতে পারে রোহিঙ্গা মাদক পাচারকারীরা নাফনদী সাঁতরিয়ে ইয়াবা নিয়ে টেকনাফ উপকুলে অনুপ্রবেশ করছে। সেই গোপন সংবাদের তথ্য অনুযায়ী ৭ ডিসেম্বর বিজিবি টহল দলের সদস্যরা শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে হ্নীলা জাদিমোড়া নাফনদীর কিনারা থেকে ১কোটি,৩২ লক্ষ টাকা মুল্যের ৪৪ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান জানান, মিয়ানমার হতে এক যুবক নাফনদ দিয়ে সাঁতার কেটে জাদিমোড়া সীমান্তে প্রবেশ করার সময় দমদমিয়া বিওপির বিজিবির একটি টহল দল ইয়াবাবর্তী একটি বস্তাসহ উক্ত মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।