মেরিন ড্রাইভে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ১

উখিয়া প্রতিনিধি ◑

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়কে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে ১৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৮ ডিসেম্বর) মেরিনড্রাইভ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত সিএনজি চালক মধ্যম হলুদিয়া পালং এলাকার মৃত বদরুত মিয়ার ছেলে মো. সালাম (৩০)।

বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার মরিচ্যা বাজার হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশি করে সিটের নিচে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১৬ হাজার ইয়াবা, একটি সিএনজি, একটি মোবাইল ফোন ও সিএনজি চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য সাড়ে ৫২ লাখ টাকা।

আটককৃত আসামিকে ইয়াবাসহ রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় বিজিবি।