টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ প্রতিনিধি ◑

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।
আটক মোহাম্মদ রমজান ওই উপজেলার বাহারছড়া ইউপির আনোয়ার হোসেনের ছেলে।

রোববার সন্ধ্যায় হ্নীলা ইউপির দমদমিয়া ওমরখাল সংলগ্ন নেচার পার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

টেকনাফ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, নেচার পার্ক এলাকায় হাতে একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন রমজান। বিজিবি তাকে থামতে বললে তিনি পালানোর চেষ্টা করেন। ওই সময় তাকে আটক করে ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফয়সল জানান, উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৩০ লাখ টাকা। আটক মো. রমজানকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।