কক্সবাজারে পৃথক অভিযানে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক ◑

কক্সবাজারে মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক সাড়াশি অভিযানে ৬ জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করা হয়েছে।

জানা যায়,১০ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার বড়বাজার (রাখাইন পাড়া) এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটকৃতরা হলো মোঃ ইয়াছিন (২৮) ও মোঃ জাহাঙ্গীর আলম (২৬) ও সোমা আক্তার(২৩)। পরে মোঃ ইয়াছিন ও মোঃ জাহাঙ্গীর আলমকে ৪ মাসের কারাদণ্ড ও সোমা আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অপরদিকে ৯ ডিসেম্বর কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করে আরও তিনজনকে ২০০০ পিস ইয়াবাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এরা হলো উত্তর নুনিয়াছড়া, ২নং ওয়ার্ড এর নুর মোহাম্মদের পুত্র হাবিবুল্লাহ(৩৫),শাহ আলমের পুত্র শওকত আলম(২৫), ও মোঃ শহিদুল্লাহ’র পুত্র আরিফুল ইসলাম ওরফে আয়ুব (২৫)।

এ ব্যাপারে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোমেন মন্ডল জানান, আটকৃত ৬ জনকে সংশ্লিষ্ঠ ধারায় মামলা করে সদর-মডেল থানায় প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আমাদের মাদক বিরোধী নিয়মিত অভিযান চলছে এবং সেই সাথে মাদক বিরোধী সচেতনতা মূলক প্রচারণা ও আমরা চালিয়ে যাচ্ছি।আশা করছি দ্রুত আমরা মাদক নির্মূলে সচেষ্ট হবো।