দ্বিতীয় দিনের শুনানিতে বক্তব্য দিচ্ছে মিয়ানমার

ডেস্ক রিপোর্ট ◑ রোহিঙ্গা গণহত্যার অভিযোগে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) দ্বিতীয় দিনের শুনানি চলছে। এ দিন আদালত মিয়ানমারের বক্তব্য শুনবেন। প্রথম দিন মামলা দায়েরকারী দেশ গাম্বিয়ার বক্তব্য শুনেছেন আদালত।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টায় দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আদালতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি নিজ দেশের আইনজীবী দলকে নেতৃত্ব দিচ্ছেন।

মঙ্গলবার আইসিজেতে ১৭ জন বিচারপতির উপস্থিতিতে প্রথম দিনের শুনানি হয়। প্রথম দিনে অভিযোগকারী দেশ গাম্বিয়ার আইনমন্ত্রী আবুবকর মারি তামবাদু মানবতাবিরোধী নৃশংসতার অভিযোগগুলো তুলে ধরেন।

আইনমন্ত্রী তামবাদু বলেন, আমরা চাই আইসিজে মিয়ানমারকে বলুক যে এখনই রোহিঙ্গা শিশুদের হত্যা বন্ধ করতে হবে, নৃশংসতার অবসান ঘটাতে হবে।

গাম্বিয়ার পক্ষে আদালতে গণহত্যার উদ্দেশ্য, গণহত্যার কার্যক্রম, ধর্ষণ ও যৌন সহিংসতা, গাম্বিয়া এবং মিয়ানমারের মধ্যে বিরোধ সৃষ্টির পটভূমি, আদালতের এখতিয়ার এবং অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে কী কী ব্যবস্থা প্রয়োজন, সেগুলো তুলে ধরেন আরও সাত আইন বিশেষজ্ঞ।

শুনানির দ্বিতীয় দিন বুধবার মিয়ানমারের বক্তব্য শোনা হবে। শুনানির শেষ দিন বৃহস্পতিবার সকালে গাম্বিয়া ও বিকেলে মিয়ানমার যুক্তি খণ্ডন করার সুযোগ পাবে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত ১১ নভেম্বর দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দায়ের করে।