চোরাই মোবাইল-সাইকেলসহ ছিনতাইকারী আটক

চট্টগ্রাম ◑ নগরীর কোতোয়ালীর পুরাতন রেলস্টেশন এলাকা থেকে রেহানা বেগম (৪৫) নামে চোরাইকৃত মোবাইলসহ এক ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় রেলস্টেশনের তপন বাবুর গলি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৫৩ টি চোরাইকৃত মোবাইল ফোন ও ৫টি বাইসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলস্টেশন এলাকার তপন বাবুর গলি থেকে রেহানা বেগমকে আটক করা হয়। আটককৃত রেহানা পটিয়া উপজেলার জংশন পাড়া এলাকার মরহুম তনু মিয়ার কন্যা। তিনি ওই এলাকায় চোরাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত। তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২শ ৫৩টি চোরাইকৃত মোবাইল ফোন ও পাঁচটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক রেহানা একজন স্বভাবগত অপরাধী। এর আগে চলতি বছরের ১২ মার্চ তিনি ১শ ৪৭টি চোরাইকৃত মালামাল ক্রয়ের অপরাধে মোবাইল ফোনসহ তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।