জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ১৪এপিবিএন’র পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার(১৫ আগস্ট) সকালে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১৪ এপিবিএন কমান্ডিং অফিসার সৈয়দ হারুন অর রশিদ। এসময় সদ্য বিদায়ী অধিনায়ক ও খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মো. নাইমুল হক সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ব্যাটালিয়নের সদস্যরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।