কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি’র উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

সোমবার(১৫ আগস্ট) দিবসটি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আক্তারুজ্জামান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জসিমউদদীন মুন্সি।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের শহীদ সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় পল্লী বিদ্যুৎ সমিতির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

আরও খবর