নিজামুল হক •
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি ঠেকাতে নিজ নিজ শিক্ষার্থীদের কড়া বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্ররাজনীতিতে জড়ালে কোনো কোনো বিশ্ববিদ্যালয় বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছে। আর বেশির ভাগ অভিভাবকও চাইছেন না তার সন্তান রাজনীতিতে জড়াক। তারা বলছেন, ছাত্ররাজনীতির অনেক ইতিবাচক দিক থাকলেও বাংলাদেশের চলমান ছাত্ররাজনীতি সুখকর নয়। একটি সংগঠন কমিটি করলে স্বাভাবিকভাবেই অন্যান্য ছাত্রসংগঠনও কমিটি গঠন করবে। এক দল কর্মসূচি দেবে, অন্য দল তাতে বাধা দেবে। ক্যাম্পাসে অস্থিরতা বাড়বে। বাড়বে সেশনজট।
তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, গণতান্ত্রিক সমাজ চাইলে, সচেতন মানুষ চাইলে, দায়িত্বশীল সুনাগরিক-বিশ্ব নাগরিক গড়তে চাইলে রাজনৈতিক সচেতনতার কোনো বিকল্প নেই। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না, তা সেই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, রাজনীতি করা মানুষের মৌলিক অধিকারের একটি অংশ। এখন কোন শিক্ষাপ্রতিষ্ঠান কী নিয়মকানুন করল, কোন রাজনৈতিক দলের কী ব্যবস্থা হলো, সেটি শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বিষয়। সেটি শিক্ষা মন্ত্রণালয় ঠিক করে না। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় হস্তক্ষেপও করে না। তবে অনেক মত আছে। কেউ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ করা উচিত। কেউ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা থাকা উচিত।
চলতি সপ্তাহে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ভিত্তিক কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এরই প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির বিষয়ে অভিভাবকেরা তাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়ে নিজ নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। এর প্রেক্ষাপটে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছে নোটিশ পাঠিয়েছে। এছাড়া শিক্ষার পরিবেশ এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা বজায় রাখার স্বার্থে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এম এম শাহিদুল হাসান।
এআইইউবি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, উচ্চশিক্ষার জন্য এআইইউবি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এআইইউবির কোড অব কন্ডাক্ট পালন করার জন্য শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে—বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক দল নিষিদ্ধ। যে কোনো ধরনের সংগঠন প্রতিষ্ঠার আগে ম্যানেজমেন্টের কাছ থেকে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে ইউনিভার্সিটির নাম কিংবা লোগো কোনো অনুষ্ঠান, কোনো সংগঠন কিংবা কোনো কর্মসূচিতে ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্টের কোনো ব্যত্যয় ঘটলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সাংস্কৃতিক ও সামাজিক দক্ষতা উন্নত করার জন্য অনেকগুলো ক্লাব রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক ক্লাব বা সংগঠনকে সমর্থন করে না। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কোনো কার্যক্রম করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয়ের সদস্যরা অবশ্যই তাদের ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ অনুসারে বিশ্ববিদ্যালয়ের বাইরের সংস্থাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা বা সমিতির ব্যক্তিগত স্বার্থ অনুসরণ করার ক্ষেত্রে স্বাধীন। এছাড়া ড্যাফোডিল ইউনিভার্সিটির লোগো কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া কোনো সাংগঠনিক কার্যকলাপের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না।
প্রায় অভিন্ন বক্তব্য দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের ইমেইলে জানিয়েছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি রাজনীতি নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং কোনো রাজনৈতিক ক্লাব বা সংগঠনকে সমর্থন করে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জানিয়ে দিয়েছে, অতীতেও অনেকে ইস্ট ওয়েস্ট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ঢোকানোর পাঁয়তারা করেছেন। তবে তারা সফল হননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ম-নীতি মেনে চলে সব সময়ই। এ ব্যাপারে আমরা খুবই কঠোর। আমরা কারো সঙ্গে আপস করিনি, করবও না। শিক্ষার পরিবেশ এবং সবার জন্য সমান সুযোগ-সুবিধা বজায় রাখার স্বার্থে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজনীতি টলারেট করবে না।
আমিরুল ইসলাম নামে এক অভিভাবক বলেন, ছাত্ররাজনীতির অনেক ইতিবাচক দিক থাকলেও বাংলাদেশের চলমান ছাত্ররাজনীতি সুখকর নয়। আজিজুল ইসলাম নামে এক অভিভাবক একই সুরে বলেছেন, একটি সংগঠন কমিটি করলে স্বাভাবিকভাবেই অন্যান্য ছাত্রসংগঠনও কমিটি গঠন করবে। এক দল কর্মসূচি দেবে, অন্য দল তাতে বাধা দেবে। ক্যাম্পাসে অস্থিরতা বাড়বে। বাড়বে সেশনজট। ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় থাকবেন অভিভাবকেরা। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুরু করতে হলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-