গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের গহীন অরণ্যেঘেরা উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া বড় ডেইল এলাকায় রোহিঙ্গা ডাকাত দলের এলোপাতাড়ী গুলিতে স্থানীয় এক যুবক গুলিবিদ্ধ হয়েছে।
এসময় ডাকাত দলের সদস্যরা এক যুবককে অপহৃত করে নিয়ে গেছে। ৭ অক্টোবর( শুক্রবার) সকাল ১০টার দিকে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে।
তথ্য সুত্রে জানাযায়, শুক্রবার সকালে মৃত সোনা আলীর পুত্র মো.শফিক প্রকাশ লেডু(৩৫) ও তার আপন ভাগীনা মো.মোহাম্মদ উল্লাহ’র পুত্র মো. আব্দুর রহমান (১৮)। মামা-ভাগীনা পাহাড়ের পাদদেশে তাদের চাষ করা পানের বরজে কাজ করতে গেলে হঠাৎ করে অজ্ঞাতনামা অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
এতে ‘মামা মো.শফিক’ গুলিবিদ্ধ হয়ে মাঠিতে পড়ে থাকে।
এরপর ডাকাত দলের সদস্যরা ভাগীনা আব্দুর রহমানকে অপহরণ করে পাহাড়ের দিকে চলে যায়। এসময় তাদের সোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে গুলিবিদ্ধ শফিককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর জানান, সংঘটিত ঘটনার খবর শুনে পুলিশের একটি চৌকষ দল ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ডাকাত দলের হাত থেকে অপহৃত যুবককে উদ্ধার করার জন্য গহীন পাহাড়ে পুলিশ সদস্যদের অভিযান এখনো অব্যাহত আছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-