কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন : নতুন চেয়ারম্যান মার্শাল

বিশেষ প্রতিবেদক •


কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শাহীনুল হক মার্শাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক মোস্তাক আহমদ চৌধুরী পেয়েছেন ৩৯৫ ভোট। প্রজাপতি প্রতীক নিয়ে জগদীশ বড়–য়া পেয়েছেন ৯ ভোট এবং তালগাছ প্রতীক নুরুল আবছার পেয়েছেন মাত্র এক ভোট।

সোমবার (১৭ অক্টোবর) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এদিকে সোমবার সকাল ৯টা থেকে জেলা কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাহ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৯টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭১ ইউনিয়ন, চার পৌরসভা ও ৮ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের মোট ভোটার ৯৮৮ জন। এরমধ্যে ভোট গ্রহণ হয় ৯৮৩ জনের। ভোট বাতিল হয় ৫ জনের। চেয়ারম্যান ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডের নয়জন সদস্য এবং সংরক্ষিত ৩টি নারী আসনে তিনজন সদস্য নির্বাচিত হন।