টেকনাফে বিকাশ রহমান হত্যার ঘটনায় আট জনের বিরুদ্ধে মামলা: আটক ১

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফের নয়াপাড়ায় আবদুর রহমান প্রকাশ (বিকাশ রহমান) কে হত্যার ঘটনায় ৮ জনকে এজাহার ভুক্ত এবং ৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, ১৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে নিহত আব্দুর রহমান’র ভাই আবদুস শুক্কুর (২৮) বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এদিকে এই হত্যাকান্ডটি পরিকল্পিত হত্যা বলে দাবী করেছে নিহতের পরিবার। মামলায় এজাহারভুক্ত আসামীরা হচ্ছে,
সাবরাং ইউনিয়ন নয়াপাড়া এলাকার মৃত নুর আহমদ’র পুত্র হাবিবুল্লাহ (৩৭), মৃত মো. আবদুল্লাহ’র পুত্র আলমগীর ফয়সাল লিটন (৩৪), ফিরোজ আহমদ’র পুত্র বোরহান উদ্দিন জিয়া (২৫), ইব্রাহিম খলিল’র পুত্র মো. ইছহাক (২৪), মকতুল আহমদ’র পুত্র করিম উল্লাহ (৩২), বশির আহামদ ড্রাইভার’র পুত্র নাছির উদ্দিন (২৮), মৃত আলী আকবর’র পুত্র মো.শওকত (৩৩), আবদুল গফুর’র পুত্র সালামতুল্লাহ (২৬)।

ওসি আরও জানান, র‍্যাব-১৫ টেকনাফে কর্মরত সদস্যরা অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৭নং আসামী শওকতকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। বাদীর অভিযুক্ত অন্য আসামীদের ধরতে পুলিশ সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ১৭ অক্টোবর (সোমবার), সাবরাং ইউনিয়ন নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে আবদুর রহমান’র মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ।##