নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ নিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান ইউএনও’র

উখিয়া প্রতিনিধি •

উখিয়া উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ কমিটির মাসিক সভা ২০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিয়য়ক কর্মকর্তা শিরিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।

সভায় শিক্ষা দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অসহায় বিধবা নারীদের প্রশিক্ষনের ব্যবস্থা করণ, ঋন প্রদান ব্যবস্থা করণ, নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্যবিবাহ নিরোধে করণীয় বিষয়াদি নিয়ে আলোচনায় উঠে আসে।

সভায় উখিয়া থানার সকল কাজী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, ইমাম, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব কাজী ও নিকাহ রেজিস্ট্রার, ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা চাইলেই বাল্যবিয়ে রোধ করা সম্ভব।

আপনারা যদি বাল্য বিবাহ সম্পন্ন না করেন তাহলে উপজেলায় বাল্যবিবাহ অনেকাংশেই রোধ করা যাবে। আসুন আমরা সকলে মিলে একসাথে বাল্যবিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হই। পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং দেশের প্রচলিত আইন বিধিবিধানের ব্যাখ্যা প্রদানসহ উপস্থিত সকলকে বাল্য বিবাহ নিরোধে একযোগে কাজ করার আহ্বান জানান।