কক্সবাজার জেলা আ’লীগের সম্মেলন: ভারমুক্ত ফরিদ, সম্পাদক পদে আবারও মুজিব

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা আওয়ামী লীগে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান পূণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ১৩ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি তাঁদের নাম ঘোষণা করেন।

একইসাথে তিনি কক্সবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরীকে আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য হিসাবে নাম ঘোষনা করেন।

২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে কাউন্সিল অধিবেশন ছাড়াই অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

২০২০ সালের ২৫ নভেম্বর বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।

সেই সম্মেলনের দীর্ঘ ৬ বছর ১০ মাস পর মঙ্গলবারের সম্মেলনে ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হওয়ার মাধ্যমে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সেই ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ সভাপতি হয়েছেন।

অপরদিকে, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান দ্বিতীয় বারের মতো কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। ৬ বছর ১০ মাস পর অনুষ্ঠিত কক্সবাজার জেলা আওয়ামীলীগের এ সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডোকেট সিরাজুল মোস্তফা, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন।