বছরের সেরা তরুণ করদাতা সাফওয়ান সোবহান

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তি পর্যায়ের তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এই ক্যাটাগরিতে সেরা পাঁচজন করদাতার মধ্যে তিনি প্রথম হয়েছেন।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সপ্তমবারের মতো সেরা করদাতার তালিকায় রয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।

সেরা করদাতাদের আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তরুণ ক্যাটাগরিতে সেরা পাঁচজনের তালিকার অন্য চারজন করদাতা হলেন আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

এবার সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাকে ট্যাক্স কার্ড দিচ্ছে এনবিআর। এনবিআর ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করেছে। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী সম্প্রতি ২০২১-২২ কর বছরে ব্যক্তি পর্যায়ে ৭৬, কম্পানি পর্যায়ে ৫৩, অন্যান্য ক্ষেত্রে ১২টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ডপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে এনবিআর। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া : প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতাদের তালিকায় চার প্রতিষ্ঠানের মধ্যে প্রথম মিডিয়াস্টার লিমিটেড ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান। তালিকায় দ্বিতীয় বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। এই প্রতিষ্ঠানের মালিকানাধীন গণমাধ্যমগুলো হলো কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম, সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর, খেলাভিত্তিক টেলিভিশন টি-স্পোর্টস এবং রেডিও ক্যাপিটাল। তালিকায় তৃতীয় সময় মিডিয়া লিমিটেডের আওতায় সময় টেলিভিশন এবং চতুর্থ টাইমস মিডিয়া লিমিটেডের আওতায় রয়েছে সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোর টেলিভিশন।

ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে ক্যাটাগরি রয়েছে পাঁচটি—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি—ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য।

সাংবাদিক ক্যাটাগরি : সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতার তালিকায় আছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এই তালিকায় থাকা অন্যরা হলেন মাহফুজ আনাম, মতিউর রহমান, ফরিদুর রেজা ও শাইখ সিরাজ।

ব্যবসায়ী ক্যাটাগরি : ব্যবসায়ী ক্যাটাগরিতে গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামসুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা সেরা করদাতার তালিকায় আছেন।

সিনিয়র সিটিজেন : সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে এবারও সেরা করদাতা হয়েছেন হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়াসহ পাঁচজন। অন্যরা হলেন খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও প্রকৌশলী খন্দকার বদরুল হাসান।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা : গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় সেরা করদাতারা হলেন এ মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম।

প্রতিবন্ধী : প্রতিবন্ধী তালিকায় রয়েছেন আকরাম মাহমুদ, ডা. মামুনুর রশিদ ও লুবনা নিগার।

খেলোয়াড় তালিকায় : খেলোয়াড় তালিকায় রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান (সোহান)।

অভিনেতা-অভিনেত্রী : অভিনেতা-অভিনেত্রী তালিকায় রয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী, পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিল্পী তালিকায় রয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।

নারী করদাতা : নারী করদাতার সেরা তালিকায় রয়েছেন আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান।

চিকিৎসক : চিকিৎসক করদাতার সেরা তালিকায় রয়েছেন জাহাঙ্গীর কবির, এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা এবং এন এ এম মোমেনুজ্জামান।

আইনজীবী শ্রেণি : আইনজীবী শ্রেণিতে সেরা তালিকায় রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, আহসানুল করিম, তৌফিকা আফতাব ও নিহাদ কবির।

নতুন করদাতা : নতুন করদাতার সেরা তালিকায় রয়েছেন এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরণ, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাডা, জুমারা বেগম, সাকেব মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

ব্যাংকিং খাত : ব্যাংকিং খাত থেকে সেরা করদাতার তালিকায় নাম রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড ও ডাচ্-বাংলা ব্যাংক।

অব্যাংকিং আর্থিক খাত : ব্যাংকিং আর্থিক খাতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি, আইডিএলসি ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড।

টেলিযোগাযোগ : টেলিযোগাযোগ খাতে সেরা করদাতা হয়েছে গ্রামীণফোন।