উখিয়ায় ৭০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা মাদক কারবারি আটক

উখিয়া প্রতিনিধি •

মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারের উখিয়া থেকে ৭০ হাজার ইয়াবা সহ জান্নাত উল্লাহ (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার ভোরে সীমান্ত থেকে ৩ কিলোমিটার পশ্চিমে উখিয়ার রাজাপালং ইউনিয়নের জোববুনিয়া পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, বিজিবি কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

আটক জান্নাত উল্লাহ উখিয়ার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইউসুফের ছেলে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশ প্রবেশকালে অভিযানে এ রোহিঙ্গা আটক হয়েছে। এব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।