বিএনপি রাজপথে বিশৃংখলা করলে পাল্টা জবাব দিবে কক্সবাজার জেলা আ’লীগ

প্রেস বিজ্ঞপ্তি •

আগামীকাল সোমবার (১৬ জানুয়ারি) গণমিছিল ও বিক্ষোভ সমাবেশের নামে বিএনপি রাজপথে কোন বিশৃংখলা সৃষ্টি করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক দেশে যেকোনো রাজনৈতিক দল শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে। কিন্তু সেই আন্দোলনকে ঢাল বানিয়ে জনগণের জান মালের ক্ষতি করে সরকারি দল তা মেনে নিবেনা। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহবান জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট মমতাজ উদ্দিন, কাজী মোস্তাক আহমেদ শামীম, ডা.মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল উদ্দিন, মিজানুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, জেলা শ্রমিকলীগের আহবায়ক শাহেদুল আলম রানা, সাবেক ছাত্রনেতা মুহিদুল্লাহ মুহিদ, আহসান সুমন ও শহর ছাত্রলীগ সভাপতি হাসান তারেকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।