উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার সাংবাদিকদের সংগঠন উখিয়া প্রেসক্লাবের ২০২৩-২৪ ইং এর কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব।
এসময় তিনি বলেন, ” সাংবাদিকরা সমাজের দর্পণ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের কল্যাণে উখিয়া প্রেসক্লাবের সদস্যদের কর্ম তৎপরতা প্রশংসনীয়। ভবিষ্যৎতেও এই প্রতিষ্ঠানের সুনিপুণ অগ্রযাত্রার প্রত্যাশা করি।”
গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত দ্বি বার্ষিক নির্বাচনের প্রধান কমিশনার জসিম উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ নেন, নবনির্বাচিত কমিটির সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সহ সভাপতি সাইফুর রহীম শাহীন, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন (২০২৩), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির বাচ্চু, দপ্তর সম্পাদক শফিউল শাহীন, নির্বাহী সদস্য ফেরদৌস ওয়াহিদ, নুরুল হক খান, মাওলানা নুরুল হক ও আমানুল হক বাবুল।
এসময় নির্বাচন কমিশনার এইচ এম সেলিম উল্লাহ, আবদুল্লাহ আল আজিজ সহ উখিয়া প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-