সাংবাদিক সংসদ সাধারণ সভা ও পিকনিকে জেলা পরিষদ চেয়ারম্যান মার্শাল

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সংবাদ বিজ্ঞপ্তি •


কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকদের সত্য লেখনী অব্যাহত রাখতে হবে। কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যদি তিনি অপরাধ করেন তবে তার বিরুদ্ধেও সংবাদ করতে হবে।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার ২৬ লাখ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সংবাদকর্মীদের লিখতে হবে। কারো পক্ষে বিপক্ষে নয় সত্যটা তুলে ধরতে হবে। এতে করে দুনিয়ায় কিছু না পেলেও আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়া যাবে। তিনি বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ভিশন-৪১ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শুধু কক্সবাজারেই সাড়ে তিন লাখ কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। তার পরেও কোন কোন মহল বিরূপ প্রচারণা চালিয়ে এই উন্নয়ন ম্লান করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি সাংবাদিকদের এই উন্নয়ন কার্যক্রম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। পাশাপাশি যে কোন করাপশন নিয়ে সাংবাদিকদের সোচ্ছার ভূমিকা রাখারও আহবান জানান তিনি।
জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে শহরের অভিজাত জারা করনভেনশন হলে সাংবাদিক সংসদ কক্সবাজার এর বার্ষিক সাধারণ সভা ও পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেকবোধ থেকে উন্নয়ন সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে সকলকে।

সাংবাদিক সংসদ কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-প্রবীণ সাংবাদিক এডভোকেট জিএম আশেক উল্লাহ, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এমআর মাহবুব, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শফিউল্লাহ শফি, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, সী ওয়েলকাম প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিলকী, টুয়াক সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম ও রিপোর্টাস ইউনিটি কক্সবাজারের সাধারণ সম্পাদক ওসমান গনি।

বক্তব্যে রাখেন-সাংবাদিক সংসদ কক্সবাজার এর সহ-সভাপতি রেজাউল করিম, ছৈয়দ উল্লাহ আজাদ, আমান উল্লাহ, সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, আবদুল মালেক সিকদার, আমিনুল কবির, আবুল কাশেম প্রমুখ।

এতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাংবাদিক সংসদ কক্সবাজার এর সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল-কথামালা, উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও ফানুস উত্তোলন।