নাইক্ষ‍্যংছড়িতে হাজার প‍্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার

নাইক্ষ্যংছড়ি •

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমস্থ তুমব্রু বিওপির একটি টহল দল বালুখালী কাস্টমস মোড় নামক এলাকা হতে লাখ টাকার বার্মিজ সিগারেট জব্দ করে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর সকালে মালিকবিহীন ১০৮০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয়রা জানান, নাইক্ষ‍্যংছড়ি ও মিয়ানমার সীমান্তের ঘুমধুম এলাকাটি পাশ্ববর্তী দেশ মিয়ানমার সঙ্গে লাগোয়া হওয়াতে অবৈধ পথে দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ব্রান্ডের দামি এবং সস্তা মানের হরেক রকম নামের সিগারেট আসছে প্রতিনিয়ত।

উল্লেখ্য, সীমান্তের কিছু স্পট দূর্গম হওয়াতে সীমান্ত এলাকার কতেক ব‍্যাক্তি সংশ্লিষ্ট প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ পণ্য মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে আনে কৌশলে।যা দেশের বিভিন্ন স্থানে পাচার করে তারা।