কক্সবাজার হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার: সেই ‘হত্যাকারী’ ধরা

কক্সবাজার প্রতিনিধি •


কক্সবাজার শহরের বাজারঘাটায় আবাসিক হোটেল সী-বার্ড থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭। তবে র‌্যাব বলছে- গ্রেপ্তার আসামি জেসমিনের হত্যাকারী।

এই বিষয়ে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় চান্দগাঁওয়ের র‌্যাব-৭ মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

এর আগে বুধবার সন্ধ্যায় সী-বার্ড হোটেল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী পরিচয়দানকারী মোস্তাফিজুর রহমান নামের একজন পলাতক ছিলেন।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে জেসমিন ও মোস্তাফিজুর রহমান সী-বার্ড হোটেলে একটি কক্ষ নেন। হোটেল রেজিস্ট্রার অনুসারে- নাম জেসমিন আক্তার (২৭), স্বামী মোস্তাফিজুর রহমান। ঠিকানা- বাগেরহাট। ঢাকায় ব্যবসা করেন। এমন তথ্য দিয়ে তারা দু’দিনের জন্য রুম নেন। বুধবার বিকাল পর্যন্ত রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে।