এবার হটপটে রান্না করা মাংসের ভিতর ইয়াবা: ধরা কক্সবাজারের এই নারী!

হটপটে রান্না করা মাংসের সাথে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ১ নারীকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেফতার নারীর নাম আলমাস খাতুন (৪৮)।

গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে পুলিশ এ অভিযান চালায়।

পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন সড়ক ও জনপথ অফিসের সামনে অবস্থান নেয়।

এসময় সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। গভীর রাতে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একটি বাজারের ব্যাগের ভিতর করে হটপটে রান্না করা মাংসের ভিতর ৫টি প্যাকেটে মোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাচারের সময় আলমাস খাতুন নামে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলমাস খাতুন কক্সবাজার জেলার টেকনাফ থানার কায়ুকখালি এলাকার মৃত আবদুল কাদেরের মেয়ে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, হটপটে রান্না করা মাংসের সাথে ইয়াবা পাচারের সময় ১ নারীকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ওই নারীকে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়।