দুই ঘন্টায়ও রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আগুন দুই ঘন্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

রবিবার (৫ মার্চ) বিকেল ৩ টার দিকে বালুখালীর ১১ নম্বর ক্যাম্পের বি ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মূহূর্তের মধ্যে ৯ ও ১০ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে কয়েক হাজার ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছে।

বিকাল ৫টার দিকে ঘটনাস্থল থেকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোহিঙ্গা ক্যাম্পের ঘরে-ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন বিপজ্জনক হয়ে উঠেছে। বিস্তৃর্ণ এলাকা জুড়ে আগুন থাকায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে।

৮ এবিপিএনের এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, বিকেল ৩টার দিকে হঠাৎ করে আগুন দেখা যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্যাম্পের ঘরগুলো পাশাপাশি হওয়ায় আগুন ১১, ১০ ও ৯ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়েছে।

ইতোমধ্যে হাজারের কাছাকাছি রোহিঙ্গাদের ঘর আগুনে পুড়ে গেছে ধারণা করছেন এপিবিএনের এই কর্মকর্তা। তবে এ পর্যন্ত হতাহতের কোনো ঘটনা নিশ্চিত হওয়া যায়নি।