উখিয়ার কোর্টবাজার থেকে আরসা সদস্য গ্রেফতার

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৭) নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।

তাকে সোমবার (৬ মার্চ) দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।

রবিবার (৫ মার্চ) গভীররাতে উখিয়ার কোর্টবাজার ষ্টেশন থেকে তাকে আটক করে র‌্যাব-১৫। প্রেসনোটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।

ধৃত আসামি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আরসা সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত। আরসার বিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশ নিত। এছাড়াও আরসা থেকে আর্থিক সুবিধা গ্রহণের কথা প্রাথমিকভাবে স্বীকার করে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মামলা হয়।