চট্টগ্রাম •
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের সীমান্ত সেতুর উত্তর পাশে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। সোমবার রাত আটটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মোহাম্মদ ইউনুচ ফকিরের ছেলে আলী জহির প্রকার জহির (২৮), একই এলাকার আইয়ুব আলীর ছেলে আইয়াচ প্রকাশ আয়াচ (২৩), কক্সবাজার সদর উপজেলার হাবিবুল বশরের ছেলে মো. হানিফ (২৫) এবং মহেশখালী উপজেলার বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ হুসেন (৪৮)।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সেতুতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করলে চারজনকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-