১০ দফা দাবিতে কক্সবাজার জেলা বিএনপি’র মানববন্ধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন ছাড়া অন্য কোন পথ বিশ্বাস করে না। আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনের নামে খেলা করতে আমরা রাজী না।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মানববন্ধন পালনকালে তিনি এ কথা বলেন।

শনিবার বেলা ১১টায় থেকে বেলা ১২ পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আর বলেন, রাজনীতিকে যারা খেলার বিষয় মনে করেন, তারা আল্লাহ’রওয়াস্তে রাজনীতি থেকে অবসর নেন। রাজনীতি খেলা ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ এটা ব্যাপার। রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য। রাজনীতি দেশের উন্নয়নের জন্য। রাজনীতি দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। যারা রাজনীতিকে খেলা মনে করেন তারা রাজনীতি করেন বলে বিশ্বাস হয় না।

তিনি বিএনপি যেদিন কর্মসূচি দেয় সেদিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ না করারও অনুরোধ করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। মানববন্ধনে বিএনপির কেন্দ্রিয় নেতা লুৎফুর রহমান কাজল সহ বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।