এমপির সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজারে ওসি!

ডেস্ক রিপোর্ট •

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম পরিবার নিয়ে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজার বেড়াতে গেছেন। তবে নিজ থানার সংসদ সদস্যের সঙ্গে কক্সবাজারে আনন্দ ভ্রমণ যাওয়া নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এমপির সঙ্গে আনন্দ ভ্রমণের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে।

এর আগে, ভূঞাপুর থানার ওসি পারিবারিক কারণ দেখিয়ে দুই দিনের ছুটি নিয়েছেন জেলা পুলিশ সুপারের কাছ থেকে।

জানা গেছে, গত ১১ মার্চ রাতে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে ঢাকা থেকে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে পরিবার নিয়ে কক্সবাজার যান। এসময় বিমানের সামনে উঠানো ছবিতে সংসদ সদস্য ও ওসি ছাড়াও আরও দুইজনকে দেখা যায়।

জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারন খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেন, স্থানীয় এমপির সঙ্গে ওসি আনন্দ ভ্রমণে যেতে পারেন কিনা, আইনে কি বলা আছে জানা নেই। তবে তিনি এমপির সাথে কক্সবাজার আনন্দ ভ্রমণে গেছেন এটা ফেসবুকে দেখেছি। একজন সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সঙ্গে যাওয়াটা ঠিক হয়নি। উনি সরকারি আদেশ পালনের চেয়ে এমপির আদেশ নির্দেশ পালনে বেশি সচেষ্ট থাকেন। উপজেলার আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলা দিয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ছুটিতে বাইরে আছি। এখনও আসিনি।

সংসদ সদস্যের সঙ্গে কক্সবাজার ভ্রমণ বিষয়ে তিনি জানান, এমপির সঙ্গে ছবি দেখতে পারেন কিন্তু বিষয় হল আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মত আসছি।

জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দুই দিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কিনা জানিনা। তাছাড়া এমপির সঙ্গে আনন্দ ভ্রমণে যাওয়া আচরণ বিধিতে বাধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।